The Education and Cultural Development Department will ensure education and social development. It is allowed to open and operate educational institutes, offering various degrees, and certifications. In pursuit of further developing our services, this department is allowed to also send staff and/or students traveling locally, and abroad. This department is also authorized to recognize the valiant efforts and achievements of the 1971 freedom fighters and distribute trophies accordingly.
শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগ
এই বিভাগ সামাজিক ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন মানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান চালু করে ডিপ্লোমা অথবা আন্তর্জাতিক মানের ডিগ্রি প্রদানের ব্যবস্থা করবে এবং এই বিভাগ ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের পরিবারের সদস্য নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও পদক প্রদানের ব্যবস্থা করবে। প্রয়োজনে উন্নত মানের সেবা প্রদানের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি বা কর্মীদের স্থানীয় ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।