এইচ আর এন্ড একে ফাউন্ডেশন

HR & AK FOUNDATION

(HABIBUR RAHMAN & ASIA KHATUN FOUNDATION)

HUMANITARIAN SERVICES DEVELOPMENT ORGANIZATION

Health


The health department will open and operate free clinics for local low-income families’ children. Ensuring free prescriptions and medicine. It will also operate a free ambulance service for low-income families. In case of emergencies, this department will operate 24 hours.

স্বাস্থ্য বিভাগ

আর্থিক সংগতি ও বরাদ্দ অনুযায়ী এই বিভাগ স্থায়ী ও অস্থায়ী ভাবে ফ্রি ক্লিনিক চালু করে স্থানীয় অভাবগ্রস্থ ও নিম্নআয়ী পরিবারের শিশু কিশোরদের বিনামুল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ সরবারাহ করবে। এই বিভাগের আওতায় প্রাথমিক চিকিৎসার জরুরী বিভাগসহ এম্বুলেন্স সার্ভিস ব্যবস্থা থাকবে। অভাবগ্রস্থ ও নিম্নআয়ী পরিবারের সদস্যরা ফ্রি এম্বুলেন্স সার্ভিস এর সুবিধা পাবে। দুর্যোগ ও দুর্দিনে অসুস্থ মানুষের সেবায় এই বিভাগ ২৪ ঘণ্টা চালু থাকবে। প্রয়োজনে দুর্গত এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র খুলে দুঃস্থ মানুষের সেবা প্রদান করা হবে।