Depending on the availability of funds, this department will provide training courses to the unemployed in order to produce a skilled workforce. If the funds are available, this department will also provide the necessary related equipment.
বেকারদের কর্মসংস্থান প্রশিক্ষন বিভাগ
আর্থিক সংগতি ও বরাদ্দ অনুযায়ী এই বিভাগ নির্দিষ্ট সংখ্যক স্থানীয় বেকার যুবকদের জন্য বিভিন্ন কোর্স চালু করে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রয়োজনে প্রশিক্ষনপ্রাপ্ত গরীব বেকারদের মধ্যে কর্মসংস্থান প্রকল্প চালু করতে মেশিনপত্র ও নগদ অর্থ দান করতে পারবে।